ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, অক্টোবর ৯, ২০২২
কুষ্টিয়ায় সাপের ছোবলে শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বিষধর সাপের ছোবলে অনিক হাসান (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দিনগত রাতে ওই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম ক্যানেলপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অনিক একই এলাকার জিয়ারত আলীর ছেলে। সে আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতের বাবা জিয়ারত বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যায় অনিক। দিনগত রাতে সাপ সাপ করে চিৎকার করে উঠলে আমরা তার কাছে ছুটে যাই। সে সময় অনিক জানায়- তাকে সাপে ছোবল দিয়েছে। পরে ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।