ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, অক্টোবর ৯, ২০২২
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছছি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভা শহরের ভিটেপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবনে মায়াজ (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৯ অক্টোবর) সকালে ওই গ্রামে নানা হারেজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত মায়াজ জেলা সদর উপজেলার বারাদী গ্রামের বুলবুল আহমেদের ছেলে। সে গাংনী পৌরসভা শহরের ভিটেপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার তদন্ত কর্মকর্তা মনোজ কুমার নন্দী বলেন, মায়াজ তার নানার বাড়ির সিঁড়ির নিচে থাকা পানির পাম্পের তার ধরে টান দিলে সেটি ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মায়াজের অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।