ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্তরায় জালনোটসহ একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, অক্টোবর ৮, ২০২২
উত্তরায় জালনোটসহ একজন গ্রেফতার জব্দ করা জাল নোট

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ মো. ওবায়দুর রহমান নামে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এস এম জহিরুল ইসলাম (এসি) জানান, উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকায় জাল টাকা বিক্রয়ের জন্য একজন অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ ওবায়দুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওবায়দুরের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িত পলাতক আরেকজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।