ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সালথায় মোটরসাইকেল কেড়ে নিল শিশু রিফাতের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, অক্টোবর ৮, ২০২২
সালথায় মোটরসাইকেল কেড়ে নিল শিশু রিফাতের প্রাণ

ফরিদপুর: ফ‌রিদপু‌রের সালথা উপজেলার সোনাপুর ইউ‌নিয়‌নের ফুকরা বাজারে মোটরসাই‌কেলের ধাক্কায় রিফাত খাঁ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত একই ইউ‌নিয়‌নের ফুকরা গ্রামের রু‌বেল খাঁর ছে‌লে।

স্বজনরা জানান, দুপু‌রে রিফা‌ত বা‌ড়ির পাশে ফুকরা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা পার হ‌চ্ছিল। এ সময় সোনাপুর থে‌কে দ্রুতগামী এক‌টি মোটরসাই‌কেল ধাক্কা দি‌লে সে প‌ড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফ‌রিদপুরের একটি হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে অবস্থার অবনতি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে সে মারা যায়। ঘাতক মোরটসাই‌কে‌ল‌টি জব্দ ক‌রা হয়েছে। তবে, মোটরসাই‌কেল আরোহীরা পা‌লি‌য়ে গেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শেখ সাদিক ব‌লেন, এ বিষ‌য়ে আইগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।