ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, অক্টোবর ৮, ২০২২
হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার নিত্যনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো- উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা (৪) ও দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ইয়াসমিন (৫)।  

এলাকাবাসী জানান, বিকেলে নিত্যনন্দনপুর গ্রামের কুমার নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু চরপাড়া ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নরোত্তম জানান, নিত্যনন্দনপুরে মামাতো বোন আরিফাকে সঙ্গে নিয়ে কুমার নদের পাশে খেলা করতে যায় ইয়াসমিন। এসময় হঠাৎ তারা নদীতে পড়ে যায়। একপর্যায়ে লাশ দুইটি ভেসে ওঠে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।