ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরার লাবণ্যবতী কাঠের ব্রিজে ‘জীবনের ঝুঁকি’ নিয়েই চলাচল

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, অক্টোবর ৮, ২০২২
সাতক্ষীরার লাবণ্যবতী কাঠের ব্রিজে ‘জীবনের ঝুঁকি’ নিয়েই চলাচল জরাজীর্ণ ব্রিজ

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুরে লাবণ্যবতী নদীর ওপর নির্মিত জরাজীর্ণ কাঠের ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই।

অনেকেরই ভেঙেছে হাত-পা। তারপরও দুর্ঘটনার শঙ্কা নিয়ে বাধ্য হয়েই ব্রিজটি ব্যবহার করছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাসহ শ্রীরামপুর বাজারে আসা হাজারো মানুষ।

ভোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নেছারুল্লাহ-আল-মামুন জানান, ১৯৯৫ সালে নির্মিত কাঠের ব্রিজটি বর্তমানে একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। গত তিন বছর এভাবে চলে আসলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় আব্দুল আজিজ বলেন, ব্রিজটির অধিকাংশ অংশ ভেঙে পড়ার পাশাপাশি পুরোটাই নিচের দিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়েছে।

শ্রীরামপুর গ্রামের বাসিন্দা আরিজুল ইসলামসহ স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজ পার হতে হয়। বাচ্চা-কাচ্চা নিয়ে পার হওয়ার সাহস থাকে না।

স্থানীয় ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ঈসরাইল গাজী বলেন, ব্রিজটি সংস্কার করা আশু প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।