ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পোরশা সীমান্তে যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, অক্টোবর ৮, ২০২২
পোরশা সীমান্তে যুবক আটক 

নওগাঁ: নওগাঁর পোরশা সীমান্তে ইয়াদুল (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহলদল।  

শনিবার (৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নওগাঁ ১৬-বিজিবি।

ইয়াদুল উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াদুলসহ সাত/আটজনের একটি দল শুক্রবার রাতে গোপনে গরু আনার জন্য ভারতে অনুপ্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে বাংলাদেশের অভ্যন্তরে ২৩০ নম্বর মেইন পিলার এলাকায়
১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলেও ইয়াদুলকে আটক করে বিজিবি।

কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ইয়াদুলকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।