ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএনপির সমাবেশ কেন্দ্র করে পল্লবীতে বাড়তি নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, অক্টোবর ৮, ২০২২
বিএনপির সমাবেশ কেন্দ্র করে পল্লবীতে বাড়তি নিরাপত্তা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা । পুলিশ বলছে, অপ্রীতিকর ঘটনা ঠেকাতেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (৮ অক্টোবর) দুপুর থেকেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানে পুলিশ সদস্যদের তৎপরতাও দেখা গেছে।  

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি'র সমাবেশকে কেন্দ্র করে কালশী মোড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজকে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ১৪ প্লাটুন পুলিশ ও জল কামান।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২ 
এমএমআই/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।