ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, অক্টোবর ৭, ২০২২
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ত্রিমোহন জেলেপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে কমলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত কমলা রানী (৭০) ওই এলাকার মোহনবাঁশি রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়ির আশ্রিতা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হেঁটে  মানুষের ফেলে দেওয়া প্লাটিকের বর্জ্য সংগ্রহ করতেন। শুক্রবার ভোরেও রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা বলতে পারিনি কেউ।  

মির্জাপুর রেলস্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ বাড়ি নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।