ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ৭, ২০২২
না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা (৩১) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ঝাউগড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

মোমেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মনজুরুল মোর্শেদ জানান, প্রতিদিনের মতো ভোরে অটো দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিলেন মোমেন। এ সময় ঝাউগড়া পৌঁছালে ৩/৪ জনের ছিনতাইকারীর দল অটোটি গতিরোধ করে তাকে সঙ্গে থাকা টাকা-পয়সা দিতে বলেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।