ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাজার খানেক চোরাই মোবাইল সেট উদ্ধার, আটক ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ৭, ২০২২
হাজার খানেক চোরাই মোবাইল সেট উদ্ধার, আটক ১১

ঢাকা: মোবাইল ফোনসেট চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে প্রায় এক হাজার চোরাই মোবাইল, ৪৮টি ট্যাব ও ১ হাজার ১৭০টি ব্যাটারি জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়।  

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমএমআই/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।