ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় গলায় পান-সুপারি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, অক্টোবর ৭, ২০২২
সাতক্ষীরায় গলায় পান-সুপারি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পান ও সুপারি চিবিয়ে খাওয়ার সময় গলায় আটকে ফারিয়া পারভীন (১২) নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারভীন ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফারিয়া পারভীন পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে। এসময় পান সুপারি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তার মৃত্যু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়িতে এসে মৃত অবস্থায় মেয়েকে দেখতে পান।

এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৭টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, পান সুপারি চিবিয়ে খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে ফারিয়া নামের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।