ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীর অর্ধশতাধিক বাসায় চুরি, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, অক্টোবর ৭, ২০২২
রাজধানীর অর্ধশতাধিক বাসায় চুরি, গ্রেফতার ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত আসামি মনিরকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) তাকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 বিষয়টি জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ. এম. আজিমুল হক।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, তেজগাঁও, কলাবাগান ও কেরানীগঞ্জে অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরিতে জড়িত আসামি মনিরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারদিন আগে মোহাম্মদপুর থেকে চুরি হওয়া ৭ লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে তেজগাঁও ডিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।