ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, অক্টোবর ৭, ২০২২
গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় একটি বাস রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে পুলিশ সদস্য আব্দুল আলীমের পরিচয় পাওয়া গেছে। তিনি বরিশাল রেঞ্জের একজন পুলিশ সদস্য।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির বেশ কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।