ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্তরায় কিং ফিশার বারে ডিবির অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, অক্টোবর ৭, ২০২২
উত্তরায় কিং ফিশার বারে ডিবির অভিযান

ঢাকা: রাজধানীর উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন।

তিনি বলেন, উত্তরার ১২ নম্বর রোডের কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত বার কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।