ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে গলায় ফাঁস লেগে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, অক্টোবর ২, ২০২২
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে গলায় ফাঁস লেগে জেলের মৃত্যু প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকার ফ্যানের সঙ্গে গলার মাফলারে ফাঁস লেগে জেলাল মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

 

জেলাল মিয়া উপজেলার উড়িয়া ইউনিয়নের হাওয়া ভবন (জোগার পাড়া) গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান জেলাল। ঠাণ্ডাজনিত কারণে মাফলার হিসেবে তিনি গলায় একটি ওড়না পরেন। নদে মাছ ধরার একপর্যায়ে বন্ধ ইঞ্জিন চালু করতে গিয়ে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গেলে ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে অন্য জেলেরা মাছ শিকারে গিয়ে জেলালের মরদেহ দেখতে পান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।