ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনাগাজীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ , আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, অক্টোবর ১, ২০২২
সোনাগাজীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ , আহত ৪

ফেনী: ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (০১অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর তোহাব আলী গ্রামের বাসিন্দা। তিনি মাইক্রোবাসটির চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে সৌদি প্রবাসী যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে এলে ফেনীগামী যাত্রীবাহী বাসের সঙ্গে এটির সংঘর্ষ হয়।  

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস এবং যাত্রীবাহী বাসটি জব্দ করে।  আহতরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
 এসএইচডি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।