ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, অক্টোবর ১, ২০২২
দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে কসাইবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে রাফিন আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উত্তরার মাইস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শনিবার (১ অক্টোবর) দুপুরে ২টার দিকে কসাইবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুপুরে ঢাকাগামী একটি ট্রনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় রাফিন আহমেদের। ঘটনার সময় ওই শিক্ষার্থীর কানে এয়ারফোন ছিল।

এসআই আরও জানান, মৃত রাফিন উত্তরা মাইলস্টোন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সোহেল আহমেদ। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার উত্তর মিয়াবাড়ি গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে দক্ষিণখান গাওয়াইর এলাকায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।