ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, অক্টোবর ১, ২০২২
সুন্দরগঞ্জে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের বড়বাড়ী এলাকায় ঘটে এ দৃর্ঘটনা।

কিশোর নুরুল ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শান্তিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নুরুল মৃগী রোগে আক্রন্ত ছিল। বিকেলে সে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় নুরুল পানিতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পুকুর থেকে নুরুলের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।