ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতি পদক পাচ্ছেন ৩ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, সেপ্টেম্বর ৩০, ২০২২
বগুড়ায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতি পদক পাচ্ছেন ৩ সাংবাদিক

বগুড়া: সাংবাদিকতায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতি পদক পাচ্ছেন বগুড়ায় কর্মরত তিন সাংবাদিক। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) বিগত ৪ বছর ধরে এ স্মৃতি পদক দিচ্ছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিইউজের সাধারণ সম্পাদক জে এম রউফ এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবার যে তিনজন মনোনীত হয়েছেন তারা হলেন- দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক মিলন রহমান ও দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ।

আগামী ২ অক্টোবর বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ স্মৃতি পদক দেওয়া হবে।

বিইউজের সাধারণ সম্পাদক জে এম রউফ জানান, ২০০৪ সালের ২ অক্টোবর সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী বগুড়া শহরে নিজ কর্মস্থল থেকে শেরপুর উপজেলায় ফেরার পথে বাড়ির সন্নিকটে খুন হন। সে সময় তিনি বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ছিলেন। ওই ঘটনায় নিহতের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তা নিয়ে লুকোচুরি শুরু হয়। থানা থেকে ডিবি, সেখান থেকে সিআইডি হয়ে আবারও মামলার তদন্ত যায় ডিবিতে। এরইমধ্যে তিন দফা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।  

তিনি বলেন, বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলা ঘুরে ডিবিতে আসার পর ২০১৭ সালের ৭ মার্চ বগুড়ার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি উল্লেখ করেন জঙ্গি হামলায় নিহত হয়েছেন সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী। তাদের হাতে গ্রেফতার জঙ্গি রাজীব গান্ধী ৬ মার্চ বগুড়ার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে রাজীব নিজেসহ চার জঙ্গি হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা উল্লেখ করে। অপর তিন জঙ্গি হলেন সারওয়ার জাহান মানিক, সানাউল্লাহ ও নুরুল্লাহ। পরে তাদের নামে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।

ওই হত্যাকাণ্ডের পর থেকেই বগুড়া সাংবাদিক ইউনিয়ন লাগাতার কর্মসূচি পালন করে আসছে। বিগত ২০১৯ সাল থেকে স্মৃতি পদক দেওয়া হচ্ছে। ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে তা দেওয়া হয়। এবারও একই দিন বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা শেষে স্মৃতি পদক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।