ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পূর্ব শত্রুতার জেরে হত্যা: গ্রেফতার চার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, সেপ্টেম্বর ৩০, ২০২২
পূর্ব শত্রুতার জেরে হত্যা: গ্রেফতার চার আসামি

ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. শিপন নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

তারা হলেন- শাহাদাত হোসেন স্বাধীন, রাব্বী আহম্মেদ ওরফে রাজ ওরফে প্রিন্স রাজ, ইসরাত জাহান সাথী ও তানিয়া আক্তার কান্তা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার মসজিদের গলিতে ভুক্তভোগী মো. শিপন একটি ভাড়া বাসায় থাকতেন। একই বাড়িতে শাহাদাত, রাব্বী, সাথী ও তানিয়া ভাড়া থাকতেন। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শিপনকে ঘর থেকে শাহাদাত ও রাব্বী ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা জোর করে শিপনকে ঘুমের ওষুধ সেবন করায়। এতে শিপন নেশাগ্রস্ত হলে শাহাদাত ও রাব্বি সাথী ও তানিয়ার সহায়তায় তাকে কুপিয়ে হত্যা করে।

গ্রেফতার আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।