ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে প্রস্তাব 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জানুয়ারি ১৭, ২০২২
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে জাতীয় সংসদে প্রস্তাব  ফাইল ফটো

ঢাকা: জাতীয় সংসদের চলতি অধিবেশন শুরুতে দেওয়ার ভাষণের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সংসদ অধিবেশনের শুরুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাতে ওই প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবটি সমর্থন করেন আওয়ামী লীগের সদস্য শামসুল হক টুকু।

প্রস্তাবে চিফ হুইপ বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ১৬ জানুয়ারি সংসদে প্রদত্ত ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।  

রোববার (১৬ জানুয়ারি) একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন।

সোমবার এই ধন্যবাদ প্রস্তাবের ওপর প্রথমেই আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এসকে/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।