তেহরান থেকে তৃতীয় দফায় আরো ৩০ জন বাংলাদেশি ঢাকায় ফিরছেন। আগামীকাল সোমবার (১৪ জুলাই) ভোরে তারা ঢাকায় পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। মঙ্গলবার ভোরে তারা ঢাকায় ফিরবেন। এটাই হবে ইরান থেকে সরকারী ভাবে শেষ দফা প্রত্যাবাসন।
সূত্র জানায়, ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে প্রথম দফায় গত ১ জুলাই ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী, শিশু এবং সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। পরে করাচি-দুবাই হয়ে তারা ঢাকায় আসেন।
এরপর দ্বিতীয় দফায় গত ৮ জুলাই ঢাকায় আসেন আরো ৩২ বাংলাদেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে দুই দফায় ৬০ জন বাংলাদেশি ইতোমধ্যেই দেশে ফিরেছেন। আর তৃতীয় দফায় ফিরছেন ৩০ জন। এ নিয়ে মোট ৯০ জন নাগরিককে ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন । এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।
টিআর/এমএম