রাজধানীর শাহবাগে ‘প্রজন্ম চত্বর’ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বুলডোজার দিয়ে এটি ভাঙা হয়।
তবে বুলডোজারের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা রাসেল মামুন।
তিনি বাংলানিউজকে বলেন, এ বিষয়ে সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনা নেই। সিটি করপোরেশন বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানকে এসব যন্ত্র (বুলডোজার) ভাড়া দিয়ে থাকে। সেরকম কোনো প্রতিষ্ঠান হয়তো কাজটি করেছে।
২০১৩ সালে ‘যুদ্ধাপরাধীদের বিচারের’ দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের তৈরি হওয়া ‘প্রজন্ম চত্বরের’ প্রতীক হিসেবে এ স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটি ভাঙা হয়েছে। এটি ভাঙার আগে তাকে এই বিষয়ে অবগত করা হয়েছিল।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা এটিকে সংস্কার করে আরেকটি স্থাপনা নির্মাণ করবে।
এমইউএম/এমজে