ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জানুয়ারি ১৩, ২০২২
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে পিকআপ চাপায় রাজিয়া সুলতানা বন্যা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের নরসুন্দা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

বন্যা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. খুররম মিয়ার মেয়ে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, সকালে সহপাঠীদের সঙ্গে করোনার টিকা নিতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় বন্যা। পরে টিকা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নরসুন্দা ব্রিজের ওপর মোটরসাইকেল থেকে ছিটকে পরে বন্যা। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।