ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জানুয়ারি ১০, ২০২২
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুব শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।  

নিহত মাহবুবের পরিবারের সদস্যরা জানান, মাহবুব সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে ওই ইউনিয়নের নদীয়ারচাঁদ থেকে বোয়ালমারী আসছিলেন। গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।