ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জাজিরা-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, ডিসেম্বর ৪, ২০২১
জাজিরা-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

শরীয়তপুর: অবশেষে শরীয়তপুরের জাজিরা-শিমুলিয়া নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।  

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ফেরি কুঞ্জলতা পরীক্ষামূলকভাবে এসে পৌঁছায় শরীয়তপুরের জাজিরার ছাত্তার মাদবরের ঘাটে।

জানা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে সেতুর পিলারে ধাক্কা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগ এড়াতে মাঝিরঘাট-শিমুলিয়া প্রস্তুত করা হয় ফেরিঘাট। চলাচলের নতুন নৌপথ প্রস্তুত করা হলেও নাব্যতা সংকট ও গাড়ি রাখার স্থান ও চলাচলের রাস্তা প্রশস্ত না থাকার কারণে কার্যক্রম শুরু করতে পারেনি নতুন এই ঘাট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত আগস্ট থেকে ফেরিঘাট নির্মাণের কাজ শেষ করে।  

বিআইডব্লিউটিসির বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, আমরা পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা চালু করি। এতে প্রায় ৪টা পয়েন্টে নাব্যতা সংকটের কারণে বাধাপ্রাপ্ত হই। যদি ড্রেজিং সম্পন্ন করা হয় তাহলে এক সপ্তাহ পরই এই রুটে ফেরি চলাচল শুরু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।