ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ডিসেম্বর ৪, ২০২১
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হারুন নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

শনিবার (০৪ ডিসেম্বর) উপজেলার কলবাড়ি বাজারের ফাতেমা ফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হারুন ফাতেমা ফিসের কর্মচারী বলে জানা গেছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় অভিযান চালিয়ে কলাবাড়ি বাজারের ফাতেমা ফিসের কর্মচারী হারুনকে আটক করে কোস্টগার্ড।

পরে শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অপদ্রব্য পুশ করা ৩৫ কেজি বাগদা জব্দ করে নদীতে ফেলে বিনষ্ট করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কোস্টগার্ডের কৈখালী সি সির লেফটেন্যান্ট আতাহার হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, ইউপি সদস্য আব্দুর রউফ ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।