ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশি কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, ডিসেম্বর ৩, ২০২১
রূপপুর বিদ্যুৎ প্রকল্পে গাড়ির ধাক্কায় বিদেশি কর্মী নিহত

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে গাড়ির ধাক্কায় বরজাহান (৩৫) নামে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত বরজাহান কাজাকিস্তানের নাগরিক।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরজাহান একটি ভারী মালবাহী ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি পেছনের দিকে ঘোরানোর সময় অসতর্কতাবশত তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।