ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ইজতেমার মাঠে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, ডিসেম্বর ৩, ২০২১
ইজতেমার মাঠে  সাবেক চেয়ারম্যানের মৃত্যু

নীলফামারী: শুক্রবার (৩ ডিসেম্বর) জুম্মার নামাজে নীলফামারীর দারোয়ানী ইজতেমা মাঠে মুসল্লীদের ঢল নেমেছে। এদিন নীলফামারী জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে মুসল্লিরা এসেছেন নামাজ আদায় করতে।

জুম্মার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ মনসুর। সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।

এদিকে, ইজতেমা মাঠে বৃহস্পতিবার মধ্যরাতে মারা গেছেন জেলা সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান। শুক্রবার (৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর জানাযা শেষে তার মরদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

জেলা তাবলিগ জামাতের প্রধান ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, আগামীকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন মাওলানা আব্দুল্লাহ মনসুর।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।