ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, নভেম্বর ৩০, ২০২১
কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ যুবক আটক 

কক্সবাজার: কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ গফুর উদ্দিন (২৮) নামে এক মাদক কারবারী যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানের সময় নুরুল আমিন (৪২) ও নুর মোহাম্মদ (৩৭) নামে আরও দুজন  মাদক কারবারী পালিয়ে যান। আটক গফুর উদ্দিন উখিয়ার বালুখালীর আনঞ্জুমান পাড়ার আব্দুস সালামের ছেলে।

র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল খুরুশকুল রোডস্থ সিকদার মাকেটের সামনে অভিযান চালায়।

এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেটসহ গফুর উদ্দিনকে (২৮) আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।