ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: হেলপার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, নভেম্বর ৩০, ২০২১
বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু: হেলপার গ্রেফতার

ঢাকা: রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় ঘাতক অনাবিল পরিবহনের বাসের হেলপার চান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের হেলপার চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ৯টি বাসে আগুন দিয়েছে। রামপুরা পলাশবাগ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন স্থানীয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন:
রামপুরায় স্কুলছাত্র নিহত, ৯টি বাসে আগুন
চালক আটক, বাসের আগুন নাশকতা কিনা দেখবে পুলিশ

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।