ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, নভেম্বর ১৪, ২০২১
ফতুল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টকর্মী তরুণীকে গণধর্ষণের অভিযোগে দানিয়াল (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দানিয়াল বাড়ৈভোগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এক গার্মেন্টকর্মী তরুণী শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে কাজ শেষে আরেক সহকর্মী ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় দানিয়াল ও তার আরেক বন্ধু তাদের পথরোধ করে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে নিজের ইজিবাইকে গ্যারেজে নিয়ে দানিয়াল প্রথমে তরুণীকে ধর্ষণ করে। পরে দানিয়ালের আরেক বন্ধু তরুণীকে দ্বিতীয় দফায় ধর্ষণ করেছে। পরবর্তীতে সারারাত তরুণীকে দুইবন্ধু মিলে ধর্ষণ শেষে ভোরে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে তরুণী তার কারখানার মালিকসহ স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় অভিযোগ করে।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। দু’জনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।