ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

অনলাইন বেটিং প্ল্যাটফর্ম পরিচালনার দায়ে গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, নভেম্বর ১৩, ২০২১
অনলাইন বেটিং প্ল্যাটফর্ম পরিচালনার দায়ে গ্রেফতার ৯

ঢাকা: অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xbet পরিচালনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।

শনিবার (১৩ নভেম্বর) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান তাদেরকে গ্রেফতারের বিষয়টি জানান।

তিনি জানান, 1xbet নামে জুয়া খেলার ওয়েবসাইট পরিচালনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার ৩ জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। রোববার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর মালিবাগ সিআইডি প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বরর ১৩, ২০২১
পিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।