ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় আসছেন লর্ড তারিক আহমেদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, নভেম্বর ১৩, ২০২১
ঢাকায় আসছেন লর্ড তারিক আহমেদ

ঢাকা: যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ চার দিনের সফরে ঢাকায় আসছেন। শনিবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

লর্ড তারিক আহমেদ আগামী রোববার (১৪ নভেম্বর) চার দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি ঢাকা-লন্ডনের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। ঢাকা সফরকালে তিনি আগামী সোমবার (১৫ নভেম্বর) রাজধানীতে এক লেকচারে বক্তব্য রাখবেন।

লর্ড আহমেদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োজিত রয়েছেন। ঢাকা সফরকালে তিনি এ বিষয়ে মতবিনিময় করবেন। আগামী বুধবার (১৭ নভেম্বর) তিনি ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।