ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে নৌকা প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, নভেম্বর ১২, ২০২১
মেহেরপুরে নৌকা প্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের হামলা

মেহেরপুর: মহাজনপুর ইউনিয়নের নৌকার প্রতিনিধি সার্জেন্ট (অব.) আব্দুল মতিন ও তার ভাই শহিদুলের ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে বিজয়ী প্রার্থীর সদস্যরা।

ফলাফল বের হওয়ার পরপরই রাতে মুজিবনগর উপজেলার যতারপুরে গ্রামের নৌকার ওই  প্রতিনিধিরদের বাড়িতে হামলা করে ভাঙচুর করেন তারা।


স্বতন্ত্র ভোট করে বিজয়ী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলুর কর্মীর এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন তারা। হামলায় বাড়ির দরজা ও দোকানের সার্টার ভাঙচুর করা হয়েছে। এতে আব্দুল মতিন আহত হয়েছেন।

খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

আব্দুল মতিনের ভাতিজা নাসিম আহমেদ জানান, মহাজনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর এজেন্ট ছিলেন তার চাচা আব্দুল মতিন। ভোটে জেতার পর বিদ্রোহী প্রার্থীর কর্মী ইমান, দুলাল, হাসিবুল ওসজিবের নেতৃত্বে ১২ জনের একটি দল হামলা চালায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, ঘটনাস্থলে তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।