ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, নভেম্বর ১১, ২০২১
বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাথরুমে বালতির পানিতে ডুবে রোজা আক্তার (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রোজা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জোবায়ের হোসেনের মেয়ে।

মৃত শিশুর বাবা জোবায়ের হোসেন বলেন, কুতুবখালী কবরস্থান রোডের কবিরাজ গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়ায় থাকেন তারা। তিনি যাত্রাবাড়ীতে একটি মোটরপার্টসের দোকানে কাজ করেন।

তিনি আরও বলেন, ঘটনার সময় রোজা ও তার মা জাহানারা বেগম বাসায় ছিলেন। শিশুটি মাত্র হাঁটতে শিখেছে। মা অসুস্থ থাকায় খাটে শুয়ে ছিলেন। তার অলক্ষ্যে শিশুটি বাথরুমে চলে যায়। একপর্যায়ে মেয়েকে বিছানায় না পেয়ে বাথরুমে যান জাহানারা। সেখানে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় রোজাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পর্রিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি  যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।