ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে ক্যানেলে বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, নভেম্বর ১১, ২০২১
দিনাজপুরে ক্যানেলে বৃদ্ধের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরে ঘাগড়া ক্যানেল থেকে নারায়ণ কুমার কুণ্ডু (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে শহরের মালদাহ্পট্টি সংলগ্ন ঘাগড়া ক্যানেল থেকে মরদেহ করে পুলিশ।

নারায়ণ শহরের ছোট গুরুগোল্লা এলাকার মৃত মদন কুমার কুণ্ডুর ছেলে। তিনি পেশায় একজন ফেরিওয়ালা।

নিহতের ছেলে পলাশ কুমার কুণ্ডু বলেন, আমার বাবা ফের করতেন। ব্যবসা বালো না হলে মাঝেমধ্যে ভিক্ষাও করতো। গতকাল বিকাল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হোন। আর রাতে ফেরেননি। সকালে খবর পেয়ে আমরা ঘগড়ায় আসি।

স্থানীয়দের বরাত দিয়ে তদন্তে থাকা পুলিশের উপ-পরিদর্শক জাহিরুর ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে মরদেহে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি অপমৃত (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএইচাআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।