ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

এনায়েতনগরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, নভেম্বর ১১, ২০২১
এনায়েতনগরে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ৬৯ নম্বর পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দলে দলে বহিরাগতদের অবস্থান রয়েছে কেন্দ্রে। এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানান প্রার্থীরা। এর মধ্যে ছাত্রলীগের এক শীর্ষ নেতা কেন্দ্রে দখল করতে গিয়ে ভোটারদের ধাওয়ায় বাথরুমে আটকা পড়েন।

এদিকে বর্তমানে কেন্দ্রে র‍্যাব পুলিশ অবস্থান করছে।

বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা আফরোজার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ভোটকেন্দ্র ভরা বহিরাগত!

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।