ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

এবার আকাশপথেও ভাড়া বাড়ছে!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, নভেম্বর ১১, ২০২১
এবার আকাশপথেও ভাড়া বাড়ছে!

ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে স্থল ও জলপথে গণপরিবহনের ভাড়া বেড়েছে। এবার আকাশপথেও ভাড়া বাড়ছে।

কারণ আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।  

এ নিয়ে গত ১৩ মাসে ১১ বার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো। ফলে আকাশপথেও ভাড়া বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।  

জানা গেছে, এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার এখন ৭৭ টাকা।

এক বছর আগে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা।

ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা, জানুয়ারিতে হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ছিল ৬১ টাকা। তবে মে মাসে লিটারে এক টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬ টাকা, আগস্টে ৬৭ টাকা এবং এ বছরের অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।