ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে কলোনিতে আগুনে পুড়ল ২শ’ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, নভেম্বর ৮, ২০২১
কালিয়াকৈরে কলোনিতে আগুনে পুড়ল ২শ’ কক্ষ কালিয়াকৈরে কলোনিতে আগুনে পুড়লে ২শ’ কক্ষ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লেগে প্রায় ২০০ কক্ষ পুড়ে গেছে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, ওই উপজেলার তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম জমি ভাড়া নিয়ে কলোনি ও দোকানঘর নির্মাণ করেছেন। সেখানে প্রায় ২০০টি কক্ষ ও ২০টি দোকান ঘর রয়েছে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাশের একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১৩৯, নভেম্বর ৮, ২০২১।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।