রাজধানীর ধানমন্ডিতে ঝোড়ো বাতাসে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। এতে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ধানমন্ডি ৬/এ এর গণস্বাস্থ্য হাসপাতাল সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝোড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। গাছের ভারে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা এক নারী যাত্রী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এসসি/আরবি