ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন সৈয়দ মোয়াজ্জেম আলী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, নভেম্বর ৮, ২০২১
‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন সৈয়দ মোয়াজ্জেম আলী ...

ঢাকা: ভারতের ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রয়াত কূটনৈতিক সৈয়দ মোয়াজ্জেম আলী।

সোমবার (৮ নভেম্বর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সৈয়দ মোয়াজ্জেম আলীর স্ত্রী তোহফা জামান আলী।

রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার ও মানপত্র হস্তান্তর করা হয়।

ভারত সরকার চলতি বছর ২৬ জানুয়ারি রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণা করে। সে সময় সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক ‘পদ্মভূষণ’ পুরস্কার প্রবর্তিত হয়। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।