ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

স্কুলে বহিরাগত কিশোর, কোমল পানীয় পানে অসুস্থ ৩ ছাত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, নভেম্বর ৮, ২০২১
স্কুলে বহিরাগত কিশোর, কোমল পানীয় পানে অসুস্থ ৩ ছাত্র

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে মডেল প্রাথমিক বিদ্যালয়ে কোমল পানীয় পান করে তিন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) বিকালে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ রাসেল।

স্কুলছাত্ররা হল, সোলাইমান সরদার (১২), মো. মাহিন (১১) ও মো. রাকিব সরকার (১২)। তারা তিনজনই ওই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এএসআই সৈয়দ রাসেল জানান, খবর পেয়ে দুপুরে খিলগাঁও তিলপাপাড়া এলাকার স্কুল থেকে অসুস্থ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাদের ঢামেকে পাঠিয়ে দেন। পরে সেখানে তাদেরকে পেট ওয়াশ করানো হয়। এরপর স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। তাদের অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্র রাকিব ও মাহিন জানায়, তাদের পরিচিত আশিক নামের এক কিশোর দুপুরে তাদের স্কুলে যায়। তাদেরকে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে ২০ টাকা হাতিয়ে নেয়। এরপর সেই টাকা দিয়ে একটি কোমল পানীয় কিনে আনে আশিক। পরে কোমল পানীয় তারা চারজন মিলে স্কুলের রুমে বসে পান করে। সেখান থেকে আশিক চলে গেলে তারা তিনজন স্কুলের ভিতর অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও জানায়, কোমল পানীয় পান করার পর মাথা ঘোরানো, বমি ভাব হয়। পরে স্কুলের শিক্ষকরা তাদেরকে এ অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের ও পুলিশকে খবর দেয়। স্কুলছাত্রদের ধারণা, কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক মিশিয়েছিল আশিক।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত আশিক ওই কিশোর কোনো স্কুলেই পড়ালেখা করে না। সে বহিরাগত। সে স্কুলে ঢুকে ওই ৩ জনকে চেতনানাশক কিছু খাইয়েছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।