ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, নভেম্বর ৮, ২০২১
ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু ...

মেহেরপুর: ধান শুকাতে গিয়ে ঘরের ছাদ থেকে পড়ে রিজিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত রিজিয়া গাংনী উপজেলা শহরের ঝিনিরপুলপাড়া এলাকার আজাহার আলীর স্ত্রী।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

গাংনী পৌর সভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, রিজিয়া তার নিজের ঘরের ছাদে ধান শুকাতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।