ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়ি ঈদগাহ মার্কেটে বৃদ্ধের মরদেহ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, নভেম্বর ৮, ২০২১
খাগড়াছড়ি ঈদগাহ মার্কেটে বৃদ্ধের মরদেহ  

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভার নির্মিত ঈদগাহ মার্কেটের তৃতীয় তলা থেকে শাহ আলম (৬৮) নামের এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

সোমবার (০৮ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছে তথ্য পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহ আলম বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে। রাতে কোন এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।  
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে এক বৃদ্ধর মরদেহটি উদ্ধার করেছে। শাহ আলম এর পাশে পাওয়া এনআইডির থেকে জানা যায় তিনি বান্দরবান জেলা সদরের শেরেবাংলা নগর এলাকার আশরাফ আলীর ছেলে।

অসুস্থতা জড়িত কারণে তিনি মৃত্যুবরণ করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।