রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রুনা আক্তার জানান, দুই বছর আগে তার স্বামী আমিনুর রহমান ও আব্দুর রশীদ নামে এক ব্যক্তি যৌথভাবে কালুনগরের সাড়ে ১৮ শতক জমি কেনেন। কিছুদিন পর থেকেই রশীদ ওই জমির পুরোটা দখল করতে চান। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
তিনি আরও জানান, ঘটনার রাতে তিনি ও তার স্বামী বাসায় ছিলেন না। এই সুযোগে রাত সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে ৫-৬ জন তাদের বাড়িতে ঢুকে রড ও লাঠি দিয়ে তার মা রওশন আরা, ভাই লিটন (৪০) ও ১০ বছরের ছেলে রোহানকে মারধর করে।
পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আহত লিটন ও রোহান প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
শুক্রবার (১ আগস্ট) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রওশন আরার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এজেডএস/আরবি