ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, আগস্ট ১, ২০২৫
হাজারীবাগে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, দুই বছর আগে তার স্বামী আমিনুর রহমান ও আব্দুর রশীদ নামে এক ব্যক্তি যৌথভাবে কালুনগরের সাড়ে ১৮ শতক জমি কেনেন। কিছুদিন পর থেকেই রশীদ ওই জমির পুরোটা দখল করতে চান। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তিনি আরও জানান, ঘটনার রাতে তিনি ও তার স্বামী বাসায় ছিলেন না। এই সুযোগে রাত সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে ৫-৬ জন তাদের বাড়িতে ঢুকে রড ও লাঠি দিয়ে তার মা রওশন আরা, ভাই লিটন (৪০) ও ১০ বছরের ছেলে রোহানকে মারধর করে।

পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আহত লিটন ও রোহান প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শুক্রবার (১ আগস্ট) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রওশন আরার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।