ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিআরডি মন্ত্রীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, নভেম্বর ৮, ২০২১
বঙ্গবন্ধুর সমাধিতে এলজিআরডি মন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।

সোমবার (৮ নভেম্বর) সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।  

এরপর সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী। সভায়  সম্মানিত অতিথি হিসেবে খুলনা-২ আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার উপস্থিত ছিলেন।  

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

মন্ত্রী পরে টুঙ্গিপাড়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত পাটগাতীর ঘাটলা, পানির প্লান্ট, বাসস্ট্যান্ডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।