ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

৪ দেশের রাষ্ট্রদূতের সেন্টমার্টিন পরিদর্শন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, নভেম্বর ৮, ২০২১
৪ দেশের রাষ্ট্রদূতের সেন্টমার্টিন পরিদর্শন

ঢাকা: সেন্টমার্টিন দ্বীপ এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। দ্বীপটির অপরূপ সৌন্দর্যে তারা মুগ্ধ হয়েছেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার সোমবার (৮ নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেন।

দ্বীপটি পরিদর্শনের পর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টুইট করে বলেন, সেন্টমার্টিন দ্বীপ বিস্ময়কর সুন্দর একটি জায়গা। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ জোয়ার, লবণাক্ততা এবং প্রবাল বিনষ্টের জন্য বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই দ্বীপের পরিবেশের ওপর দ্রুত প্রভাব ফেলছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।