ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, নভেম্বর ৮, ২০২১
দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়বন্দ আদর্শগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রমজান আলী (৩৮) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালের দিকে  এ ঘটনা ঘটে।

রমজান ওই উপজেলার বড়বন্দ আদর্শ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রমজান সকালে তার বাড়ির পাশের জমিতে সরিষা ক্ষেত পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয় রমজান। পরে তার চাচাতো ভাই ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজারার থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর খসরু বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা,  নভেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।